• Uncategorized
  • 0

বাসে চবি ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি:

ছবি প্রতিকী

বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে বাসে লাঞ্ছিত করার ঘটনায় বিপ্লব দেবনাথ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাতে নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ৩ নম্বর রুটের ওই বাসটিও জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চলন্ত বাসে ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে অর্থনীতি বিভাগের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে ৩ নম্বর বাসে নিউমার্কেট যাচ্ছিলেন। নিউমার্কেট যাওয়ার আগ মুহূর্তে সব যাত্রী নেমে যাওয়ায় ওই বাসে তিনি একা ছিলেন। বাসের চালক ও হেলপার এ সুযোগে ওই ছাত্রীকে লাঞ্ছিত করতে চাইলে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি।

You may also like...