চট্টগ্রাম অফিস: নগরীর পাঁচলাইশ থানাধীন অক্সিজেন এলাকায় নাজিরহাটগামী ডেমু ট্রেনে কাটা পড়ে ৩৮ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ মারা গেছেন।
বৃহস্পতিবার ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ষোলশহর স্টেশনের মাস্টার শাহাব উদ্দিন বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।