চট্টগ্রাম অফিস: নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় মো. ইউসুফ (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুরে মুমূর্ষু অবস্থায় ইউসুফ নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ওসি মো. জহির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।’